NOTICE BOARD
সভাপতির বক্তব্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ কর্তৃক নির্দেশক্রমে অত্র বিদ্যালয়ের জন্য ডাইনামিক ওয়েব সাইট তৈরি হয়েছে। বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তি আমাদের হাতের নাগালে। দৈনন্দিন জীবনে লেনদেন, হিসাব-নিকাশ, লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, আদান-প্রদানসহ সকল প্রকার ব্যবস্থাপনা প্রশাসনিক ও একাডেমিক সব কিছুই তথ্য ও প্রযুক্তির আওতাধীন। নারায়ণগঞ্জ বার একাডেমী এর নিজস্ব ওয়েব সাইট থাকার কারণে ছাত্র, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি, এলাকাবাসী এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল মহল ও দপ্তর উপকৃত হবে। এতে শিখন-শিখানো আরও অধিক ফলপ্রসু হবে এবং বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি আশাবাদী। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্যবলী অতি সহজে সকলের দৃষ্টি গোচর হবে। স্বল্পসময়ে বিদ্যালায়ের ইতিহাস, ছাত্র, শিক্ষক শিক্ষিকাদের তথ্য, সকল পরীক্ষার ফলাফল, বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠনের অর্জন ও প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবে। ডিজিটালাইজেশনের এ যুগে ওয়েব সাইটের বিকল্প নেই।
আমি নারায়ণগঞ্জ বার একাডেমী’র সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
জিয়াউদ্দিন আহমেদ
সভাপতি
এডহক কমিটি
নারায়ণগঞ্জ বার একাডেমী
প্রধান শিক্ষককের বাণী

একটি সভ্য জাতি বিনির্মানে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার রস ও মার্ধুয নিয়ে প্রতিটি মানুষ যখন নিজেকে সঠিক কাজে উৎর্সগ করে তখন জাতির কল্যাণ নিশ্চিত হয়। আবার শিক্ষালাভের মধ্য দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সে সত্য আবিষ্কার করেতে সক্ষম হয়।
অত্র বিদ্যালয় টি শুরু থেকেই শিক্ষার গুনগত মানকে সমুন্নত করে আসছে। দক্ষ গভর্নিংবডির প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞ, সৃজনশীল, উদ্যমী ও ত্যাগী শিক্ষক-শিক্ষিকার পরিচর্যায় তৈরি হচ্ছে অসীম জ্ঞানের এক নিকুঞ্জ। আর তা থেকে বেড়িয়ে আসছে এক আত্মবিশ্বাসী জাতি। ভর্তি প্রক্রিয়া, ফলাফল তৈরী ও প্রকাশ, বিশেষ করে শ্রেণী কক্ষে পাঠদানে রয়েছে অত্যাধুনিক ও ডিজিটাল পদ্ধতি।
আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট টি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারন মানুষের জন্য রয়েছে উন্মুক্ত। মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিদ্যমান। প্রভাতি শাখায় বালিকা ও দিবা শাখায় বালক শিক্ষার্থী পড়াশুনা করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ঐতিহ্যবাহী এই স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের সুন্দর জীবন কামনা করছি।
মোঃ হুমায়ুন কবির
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
নারায়ণগঞ্জ বার একাডেমী
বিদ্যালয়ের ইতিহাস

“হে অতীত কথা কও”
১৯০৬ সালে মধ্য ইংরেজি বিদ্যালয় হিসেবে পুরাতন কোর্ট এলাকার একটা টিনের ঘর নারায়ণগঞ্জ বার একাডেমীর সূতিকাগার। নাম থেকে স্পষ্ট যে, নারায়ণগঞ্জের তৎকালীন মধ্য ইংরেজি এবং ১৯৩৩ সালে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৩৩ সালেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী মঞ্জুরী লাভের গৌরব অর্জন করে যা অদ্যবধি অক্ষুন্ন আছ। পুরাতন কোর্ট এলাকা থেকে বর্তমান বালুর মাঠ, তারপার মিশনপাড়া হয়ে ডি.আই.টি (বর্তমানে রাজউক) এর কল্যাণে ১৯৬৫ সালে একটি ভবন ডি.আই.টির অর্থায়নে নির্মিত হয় যা বর্তমান বিদ্যালয়ের মূলভবনের স্থানে অবস্থিত ছিল এবং ভবনটি উদ্বোধন করেন তৎকালীন ডি.আই.টির চেয়ারম্যান মি. জি এ মাদানী। ২০১৪ খ্রিষ্টাব্দে ডি.আই.টি কর্তৃক নির্মিত ভবনটি পরিত্যক্ত ঘোষিত হলে ডাচ্ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বর্তমান মূলভবনটি ২য় তলা পর্যন্ত নির্মিত হয় যা পরবর্তীতে বিদ্যালয়ের অর্থায়নে ৩য় ও ৪র্থ তলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।
Student Information

Teacher Information

Download

Academic Information

Photo Gallery
Video Gallery
বিগত তিন বছরের এসএসসি পাবলিক পরীক্ষার ফলাফল
পরীক্ষার সাল | পরীক্ষার্থীর সংখ্যা | অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | জিপিএ (৫.০০) | পাশের হার |
2024 | 266 | 265 | 247 | 25 | 93.21% |
2023 | 352 | 350 | 254 | 21 | 72.57% |
2022 | 295 | 294 | 263 | 36 | 89.46% |
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
ক্রমিক | সেবার নাম | সেবা প্রদানের সর্বোচ্চ সময় | প্রয়োজনীয় কাগজপত্র | প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান | সেবামূল্য এবং (যদি থাকে) | শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার রুম নম্বরসহ পদবি, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল | উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |